রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন ঢাকা নদী বন্দর-ট্রাফিকের যুগ্ন কমিশনার জয়নাল আবেদীন।
নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ফারহান-৬ দ্রুত গতিতে পার্কিং করতে গেলে ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে ধাক্কা খায়। এতে ৩ জন নিহত ও ৫ জন যাত্রী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতের ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
বিস্তারিত আসছে……