1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
শ্বশুরের চোখে উপযুক্ত জামাই সাবেক ওসি খায়ের
ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

শ্বশুরের চোখে উপযুক্ত জামাই সাবেক ওসি খায়ের

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে
শ্বশুরের চোখে উপযুক্ত জামাই সাবেক ওসি খায়ের

পটুয়াখালীর মহিপুর থানার সাবেক ওসি খন্দকার মো. আবুল খায়ের। ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ১ জুন পর্যন্ত মহিপুর থানার দায়িত্বে ছিলেন তিনি। এ সময় তিনি তার শ্বশুরের নামে কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন। শুধু অবৈধ সম্পদ উপার্জনই নয়, তার বিরুদ্ধে রয়েছে ঘুষ, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ নানা অভিযোগ।

সরেজমিনে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কম্পিউটার সেন্টার এলাকায় গিয়ে দেখা যায়, ৬০ শতাংশ জায়গায় সীমানাপ্রাচীর করা। সামনে সাইনবোর্ডে লেখা রয়েছে রেজিস্ট্রি বায়না সূত্রে এই জমির মালিক মো. এনায়েত করিম। এনায়েত করিম সাবেক ওসি খায়েরের শ্বশুর।

সাইনবোর্ডে আরো লেখা রয়েছে, জেএল নম্বর ৫৭, কুয়াকাটা মৌজা, বিএসখতিয়ান নম্বর ১২৮৪, বিএস দাগ ১২২৯। সাইনবোর্ডে জমির পরিমাণ উল্লেখ না থাকলেও বায়না রেজিস্ট্রি দলিল অনুযায়ী জমির পরিমাণ ৬০ শতাংশ, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

জমির এক অংশের মালিক হালিম মোল্লা জানান, এই সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় কোনো অর্থ পরিশোধ করেননি খায়ের। তার জমির পাশের জমির মালিককে জেল হাজতে পাঠিয়ে জমি দখল করে সেই জমিও সীমানাপ্রচীর দিয়ে আটকে দেওয়া হয়।

ভুক্তভোগী হালিম মোল্লা বলেন, দেড় বছর আগেও পশ্চিম কুয়াকাটা এলাকায় সড়ক লাগোয়া ৭ শতাংশ জমির বাড়িতে বসবাস করতেন তিনি এবং তার পরিবার। ২০২৩ সালের কোনো এক রাতে তৎকালীন মহিপুর থানার ওসি খন্দকার মো. আবুল খায়ের হালিম মোল্লাকে একটি মামলায় সাক্ষী দেওয়ার কথা বলে তার ছেলেসহ থানায় নিয়ে আসেন। পরের দিন সকালে তাদের একটি মামলায় হাজতে পাঠান। সাতদিন হাজতবাস শেষ করে বাড়ি ফিরে দেখেন কোনো অর্থ পরিশোধ না করে তার বাড়ির ওই সম্পত্তির চার পাশে উচ্চ সীমানাপ্রাচীর নির্মাণ করে জমি দখলে নেন ওসি।

পরবর্তীতে সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করে সেখানে ওই জমির মালিক হিসেবে ওসি খায়েরের শ্বশুর মো. এনায়েত করিম নাম লিখে দেন। হালিম মোল্লা তার বাড়িতে পরিবারসহ প্রবেশ করতে চাইলে মামলা দেওয়ার হুমকি দেন ওসি খায়ের।

স্থানীয় বাসিন্দা শুকুর মাঝি জানান, ওসি খায়ের তার শ্বশুরকে উপহার দেওয়া সম্পত্তিতে সীমানাপ্রাচীর নির্মাণের সময় কোনো অর্থ পরিশোধ না করে হালিম মোল্লা নামের জমির মালিককে জেলহাজতে পাঠান। সাবেক মন্ত্রীর ক্ষমতা নিয়ে চলতেন তিনি। কেউ কিছু বলার সাহস পেতেন না তাকে।

সাবেক এ কর্মকর্তা মহিপুর থানায় কর্মরত অবস্থায় প্রকাশ্যে কুয়াকাটায় ট্যুরিজম সংশ্লিষ্ট ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়ারও অভিযোগ করেছেন অনেকে। দাবিকৃত অর্থ না দিলে চলতো মামলা দেওয়ার হুমকি।

কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেটের সভাপতি কাওসার বলেন, ওসি খায়ের সাহেব একজন অসৎ মানুষ। মহিপুর থানায় কর্মরত থাকাকালীন সময়ে তিনি মাঝে মাঝেই মেহমান নিয়ে আমার এখানে এসে মাছ খেতেন। টাকা দিতেন না। আমি তার কাছে একবার টাকা চাওয়ায় তিনি আমাকে হুমকি দেন, আমি বিএনপির একজন কর্মী, এটা জানার পরে তিনি আমাকে মামলা দেওয়ার ভয় দেখান। একবার তিনি আমাকে থানায় ডেকে নিয়ে টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি আমার দোকানের বৈদ্যুতিক লাইন কেটে দেওয়ার ব্যবস্থা করেন। পরে টাকা দিয়ে সংযোগ চালু করি।

এ বিষয়ে বক্তব্য নিতে সাবেক ওসি খায়েরের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। বর্তমানে ঝালকাঠি সদর ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান বলেন, সাবেক ওসি মহিপুর খন্দকার মো. আবুল খায়েরের বিরুদ্ধে জেলা পুলিশের কাছে কোনো ধরনের অভিযোগ নেই। কেউ যদি অভিযোগ দেয়, তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
হঠাৎ মেজাজ হারালেন শ্রীলেখা

হঠাৎ মেজাজ হারালেন শ্রীলেখা

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
জাতিসংঘে শেষবারের মতো ভাষণ দেবেন জো বাইডেন

জাতিসংঘে শেষবারের মতো ভাষণ দেবেন জো বাইডেন

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
ড. ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠক আজ

ড. ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠক আজ

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক এমপি ফজলে করিমের ২ দিনের রিমান্ড

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

কমলো স্বর্ণের দাম

সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
বিজিবিকে যে অনুরোধ করল বিএসএফ

বিজিবিকে যে অনুরোধ করল বিএসএফ

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.