তারকারা সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সোশ্যাল মিডিয়ার এই যুগে তারকাদের যেকোনও খবর মুহূর্তেই ছড়িয়ে যায়। যদি কোনও তারকা খারাপ সময়ের ভেতর দিয়ে যান তাহলে তার পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দু’টি গ্রুপ দাঁড়িয়ে যায় যা তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্য।
২০২১ সালে প্রায় চার বছরের সংসার ভাঙে নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভুর। তাদের বিচ্ছেদের ঘোষণায় ভক্ত-অনুরাগীরা বেশ কষ্ট পান। তখন সোশ্যাল মিডিয়া দুইভাগে বিভক্ত হয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় নাগা যে সমালোচনার সম্মুখীন হন, সে সম্পর্কে কথা বলতে গিয়ে সম্প্রতি নাগা চৈতন্য বলেন, ‘যখন আমরা আমাদের বিচ্ছেদের ঘোষণা করি, তখন আমরা একটি পোস্ট দিয়েছিলাম যে, ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হচ্ছি এবং আমরা যেভাবেই জীবনকে এগিয়ে নিয়ে যাবো। এরচেয়ে বেশি ব্যাখ্যা দেওয়ার আর কী প্রয়োজন। আমি আশা করেছিলাম, মিডিয়া ও আমাদের ভক্তরা আমাদের এই সিদ্ধান্তকে সম্মান করবে। কিন্তু না, আমাদের আলাদা হওয়ার খবর কেবল শিরোনাম, আলোচনা-সমালোচনা, গুঞ্জন আর হাস্যকর বস্তুতে পরিণত হয়েছিলো।’
নাগা চৈতন্য যুক্তি দেন যে, তিনি যাই বলুন না কেন, সেটা খবরে পরিণত হবে। তিনি বলেন, ‘দেখুন, আমি এগিয়ে গিয়েছি এবং সামান্থাও। আমাদের একে অপরের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। যা কিছু ঘটেছে তা আমাদের মঙ্গলের জন্যই হয়েছে। আমি এটি বহুবার বলেছি। তবুও প্রশ্নগুলি আসতেই থাকে।’
নিন্দুকদের তাদের নিজের জীবনসহ আরও ভালো কিছুর উপর মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করে নাগা চৈতন্য বলেন, ‘পরিবর্তে ইতিবাচকতা ছড়িয়ে দিন। দেখুন, আমি বিয়ে থেকে বেরিয়ে এসেছি। মনের জোর বাড়িয়েছি। আবার ভালোবাসা পেয়েছি এবং জীবনে এগিয়ে চলেছি। এছাড়াও, আমার জীবনে যা কিছু ঘটেছে তা এমন কিছু নয় যা অন্য কারও জীবনে ঘটেনি। তাহলে কেন আমার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয?’
নাগা চৈতন্যের বাবা-মা অভিনেতা নাগার্জুন এবং লক্ষ্মী দাগ্গুবাতি। ছোটবেলায় আলাদা হয়ে গিয়েছিলেন তার বাবা-মা। পুনরায় বিয়ে করেছিলেন তারা।
বিবাহবিচ্ছেদ নাগার জন্য বেশ সংবেদনশীল বিষয়, এই কথা যোগ করে তিনি বলেন, ‘আমি একটি ভেঙে যাওয়া পরিবারের সন্তান। আমি সেই অভিজ্ঞতা জানি। সম্পর্ক ভাঙার আগে আমি কমপক্ষে ১০০০ বার ভেবেছি। কারণ আমি সত্যিই জানি কী এর পরিণতি। বিয়ে ভাঙা ছিল দু’জনের পারস্পরিক সিদ্ধান্ত এবং আমরা নিজের মতো বাঁচতে চেয়েছিলাম। আমার খারাপ লেগেছে কিন্তু সবকিছুর পেছনেই একটি কারণ থাকে। আমি বিশ্বাস করি নিজেকে গড়ে তোলা এবং সামনে এগিয়ে যাওয়া একমাত্র আপনার ওপরই নির্ভর করে।’
উল্লেখ্য, প্রায় বছর দুই ধরে প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন সামান্থা ও নাগা। বিয়ের ৪ বছরের মাথায় বিচ্ছেদের ঘোষণা করে এই তারকা দম্পতি। এর কিছুদিন পর থেকেই নাগার সঙ্গে শোভিতার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তবে জল্পনায় সিলমোহর পড়ে গত বছরের ৮ অগাস্ট।