মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় রাতের আঁধারে ভল্ট ভেঙে টাকা চুরি সংঘটিত হয়েছে। ব্যাংকের জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে ভেতরে থাকা ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ব্যাংক খুলে এ ঘটনা দেখে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যাংকের সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে চোর, এমনটাই জানান তারা।
দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখাটি একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অবস্থিত।
ব্যাংকের শাখা ম্যানেজার আব্দুল গাফফার বলেন, ‘বুধবার (৮ জানুয়ারি) নিয়মিত ব্যাংকিং লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। এ সময় ব্যাংকের লকার ভল্টে ৬ লাখ ৩৩ হাজার টাকা রাখা ছিল। সকালে খবর পাই ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে চোর। ব্যাংকটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ছিল। চোর সিসি ক্যামেরার হার্ডডিস্কটাও খুলে নিয়ে গেছে। পরে পুলিশকে খবর দিলে তাদের কয়েকটি টিম ঘটনাস্থলে আসে। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’
ব্যাংকে চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে ব্যাংকটির পেছন দিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্টে থাকা টাকা নিয়ে যায় চোর। ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ শুরু করেছে।
এদিকে, চুরি ঘটনায় আজ ওই শাখায় সকল ধরনের ব্যাংকিংসেবা ও লেনদেন বন্ধ রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বাজারের নৈশপ্রহরী ও ব্যাংকের একজন অফিস সহকারীকে থানায় নিয়েছে পুলিশ।