বিরল ক্যানসারে জীবনপ্রদীপ নিভে গেলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিকটকার র্যাচেল ইয়াফের। গত ১১ অক্টোবর মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ২৭।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম নিউজ ডটকমের তথ্য অনুযায়ী, ফাইব্রোলামেলার হেপাটোসেলুলার কার্সিনোমায় আক্রান্ত হয়েছিলেন র্যাচেল। যা মূলত এক ধরনের বিরল লিভার ক্যানসার। প্রতিবছর বিশ্বের প্রায় দুই শতাধিক মানুষ আক্রান্ত হন এই রোগে।
বিরল এই ক্যানসার শনাক্তের পরই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে খবরটি ভাগ করে নিয়েছিলেন র্যাচেল। বিগত সাত বছর এই রোগের সঙ্গে যুদ্ধের পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
মৃত্যুর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসা পরবর্তী তীব্র অনুশোচনার অনুভূতি শেয়ার করেছিলেন র্যাচেল। যেখানে নিজের ইতিবাচকতা বজায় রেখেছিলেন তিনি।
ভিডিওর ক্যাপশনে র্যাচেল লিখেছিলেন, ‘ছোট আনন্দ খুঁজে পাওয়া আমাকে সবচেয়ে খারাপ সময়েও অনুপ্রাণিত হতে সহায়তা করে।’ তার মৃত্যুর পর এই ভিডিও ক্লিপ ভাইরাল হয় নেটদুনিয়ায়।