সারাদেশে কয়েক দফায় পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে। এরই ধারাবাহিতায় রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ৬ থানার ওসিদের সরিয়ে দেয়া হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানায় নতুন ওসি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত এক আদেশে দায়িত্ব দেয়া হয়েছে নতুন ছয় জনকে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. সায়ফুজ্জামান ফারুকী। ওই ছয় থানার ওসির দায়িত্বে থাকা ৬ জনকে পুলিশ হেডকোয়ার্টাসে সংযুক্ত করে পরবর্তীতে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত নতুন ওসিরা হলেন: রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আতাউর রহমান, হাজির হাট থানায় আব্দুল আল মামুন শাহ, হারাগাছ থানায় মমিনুল ইসলাম সোহেল, মাহিগঞ্জ থানায় হিল্লোল রায়, তাজহাট থানায় শাহ আলম সরদার, পশুরাম থানায় শাহজাহান আলী। ওসি হিসেবে পদায়নকৃত ৬ জনই রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। এছাড়াও সিটিএসবির সিআইও-১ হিসেবে এম হারুন অর রশীদকে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে নতুন কমিশনার হিসেবে যোগদান করেন মো. মজিদ আলী।