নোয়াখালী হাতিয়ায় নিজেদের বাসস্থান রক্ষায় নদীর তীরে দাড়িয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার চরকিং চরবগুলা গ্রামে মেঘনা পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পল্লীচিকিৎসক মো. হালিম, প্রধান শিক্ষক আবুল বাসার, আবদুল রকিব, মোহাম্মদ সিরাজ মিয়া, ছাত্র প্রতিনিধি মো. সম্পদ সহ ছাত্র-ছাত্রী, অভিভাবক, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন পেশার প্রায় সহস্রাধিক নারী-পুরুষ।
মানববন্ধনকে কেন্দ্র করে নদীর তীরে সহস্রাধিক মানুষের জমায়েত হয়েছে। নদী ভাঙন রোধের দাবিতে বিভিন্ন স্লোগান লিখে প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ছিলেন চরবগুলা গ্রামের বিভিন্ন কলেজ মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা। এছাড়া ব্যবসায়ী, কৃষক, জেলে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চরবগুলা গ্রামটি নদী ভাঙনে কবলে পড়ে অনেক ছোট হয়ে গেছে। গ্রামের পশ্চিম পাশে অবস্থিত মেঘনা নদী। এই নদীর নাব্যতা সংকটের কারণে প্রতি বছর ড্রেজিং করতে হয়। ড্রেজিংটা নদীর কূল ঘেঁষে করার কারণে এখানে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তারা নদীর থেকে নিরাপদ দূরত্ব রেখে ড্রেজিং করার দাবি জানান। এছাড়া ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।