ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর দেশটির হায়দেরাবাদে ‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে ৩৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় এবং এতে আহত হন কয়েক জন।
এ সময় প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এ ঘটনাতেই দক্ষিণী এই তারকাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লী থানার পুলিশ অফিসারদের একটি দল জুবিলি হিলসে অবস্থিত দক্ষিণী তারকার বাড়ি থেকে হেফাজতে নিয়েছে তাকে। পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয় নায়ককে।
এদিকে কয়েকদিন আগেই প্রেক্ষাগৃহে পদদিষ্ট হয়ে মারা যাওয়া ওই নারী এবং তার নয় বছর বয়সী ছেলের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন আল্লু আর্জুন।
জানা গেছে, ঘটনার দিন থিয়েটারে দক্ষিণী তারকা হঠাৎ উপস্থিত হওয়ায় বিশৃঙ্খলা শুরু হয়েছিল। অপ্রত্যাশিতভাবে প্রিয় তারকার আগমনে দর্শক-শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক ভিড় জমে। কিন্তু এ পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় শ্বাসরোধ এবং আহত হওয়ার ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এবং হাসপাতালের কর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপের পরও ৩৯ বছর বয়সী ওই নারীকে বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে তার ছেলের অবস্থা গুরুতর।
মর্মান্তিক এ ঘটনার পর কর্তৃপক্ষ আল্লু অর্জুন, তার নিরাপত্তা কর্মী এবং থিয়েটারের ব্যবস্থাপনার বিরুদ্ধে মামলা দায়ের হয়।
স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, অভিযোগে হত্যাকাণ্ডে দোষী করা হয়নি। পুলিশ কর্মকর্তারা উল্লেখ করেছেন যে, অভিনেতার পক্ষ থেকে বা থিয়েটার কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের পূর্ব নোটিশ ছিল না যে, সেখানে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে। সবই অপ্রস্তুত ছিল সেখানে।