বাংলাদেশেও অগণিত ভক্ত রয়েছে শাহরুখ খানের। নতুন কোনো সিনেমা এলেই সেটা দেখার জন্যই মুখিয়ে থাকেন দর্শকরা। ‘পাঠান’ ও ‘জওয়ান’র সাফল্যের পর এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখের নতুন সিনেমা ‘ডানকি’৷
এবারও যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে শাহরুখ ফ্যানদের নিয়ে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ আয়োজন করতে যাচ্ছে দেশের বৃহৎ শাহরুখ খান ফ্যান ক্লাব ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’।
এই ইভেন্টে জনপ্রিয় নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহসহ আরও অনেক অভিনেতা ও পরিচালক উপস্থিত থাকবেন। পাশাপাশি শাহরুখ ফ্যানদের নিয়ে এই আয়োজনটি অতীতের তুলনায় বেশি আলোড়ন ফেলবে বলেই বিশ্বাস ফ্যান ক্লাবটির৷
জানা গেছে, কেক কেটে বর্ণিল আয়োজনের মাধ্যমে সিনেমার স্ক্রিনিং হবে ‘ডানকি’র। দেশের শাহরুখ ভক্তরা এই ফ্যানক্লাবের সঙ্গে যোগ দিয়ে দেখতে পারবে সিনেমাটি। আর এই উদযাপনের সার্বিক সহযোগিতায় রয়েছে পিকক এন্টারটেইনমেন্ট ও ইয়েন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা। তবে বাংলাদেশের দর্শক আজ সন্ধ্যা ৭টা থেকে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পাবেন। এসব তথ্য জানিয়েছেন ‘ডানকি’ সিনেমার বাংলাদেশি পরিবেশক অনন্য মামুন।
প্রসঙ্গত, রাজকুমার হিরানী নির্মিত এই সিনেমায় শাহরুখ ছাড়া আরও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচার এবং অনিল গ্রোভারসহ একঝাঁক তারকা।