সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) থেকে অনুসন্ধান শুরু হবে।
বাকিরা হলেন- সাবেক বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন ও সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
জানা যায়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া শাওনের বিরুদ্ধে বেআইনি ক্যাসিনো কাণ্ডের অভিযোগও রয়েছে।