দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের খুব বড় ভক্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু অন্যায় হলে কঙ্গনার কাছে সবাই সমান। তাতে সে সুপারস্টার হোক বা সাধারণ মানুষ। আর তাই তো আল্লু অর্জুনের গ্রেপ্তার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে রীতিমতো গর্জে উঠলেন বলিউড কুইন।
এক সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেছেন, ‘আল্লু অর্জুনের গ্রেপ্তারের ঘটনা সত্যিই খুব হতাশাজনক। আল্লুর খুব বড় ভক্ত আমি। তবুও বলতে চাই, মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়। তারকা হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। সেটাকে এড়িয়ে যাওয়া উচিত নয়। তাই এই ঘটনার সঙ্গে জড়িত সবাই দোষী। শুধু আল্লু অর্জুন নয়।’
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী ভক্তের। সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয় তারকাকে, তোলা হয় আদালতে। ১৪ দিনের জেল হেফাজতের সিদ্ধান্তও নেন আদালত। কিন্তু এরই মধ্যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান আল্লু অর্জুন। তেলেঙ্গানা হাই কোর্ট তার এই জামিন মঞ্জুর করেছে।
এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন নিহত সেই ভক্তের স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মামলা তুলে নিতে আমি প্রস্তুত। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনও হাত নেই।’
প্রসঙ্গত, সেই নারীর মৃত্যুর খবর কানে যেতেই এক ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা অনুদানেরও আশ্বাস দেন অভিনেতা। এমনকি, তার আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার।