গুটি কয়েক ছাত্রনেতা সরকার ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
চলমান পরিস্থিতি নিয়ে শনিবার (১ মার্চ) বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের ভূমিকাকে প্রাধান্য না দিয়ে একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠন হয়েছে। ছাত্র নেতৃবৃন্দ অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে পুরাতন পথে হাটলে তা হবে জনগনের সাথে বিশ্বাসঘাতকতা।
সরকারে থাকা সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্র-জনতার সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।
আরও পড়ুন: দুর্ভাগা জনগণের কল্যাণে কাজ করবে এনসিপি: আসিফ মাহমুদ
এ সময় ছাত্রদের নতুন দলকে স্বাগত জানিয়ে সরকারে থেকে উপদেষ্টাদের সমর্থন ও সাহায্যের সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সভাপতি।
এ ছাড়া গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন নুরুল হক নুর।