অতীতের নির্বাচনগুলো থেকে এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ব্যতিক্রম। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বুধবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এ সময় নির্বাচন নিয়ে কথা বলেন তিনি। তিনি জানান, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা আওয়ামী লীগের পরিস্থিতি থেকে শিক্ষা নিবে। না নিলে দুর্ভাগ্যজনক তা দুর্ভাগ্যজনক হবে। ভোট যাতে হাইজ্যাক না হয় এ বিষয়ে ভোটারদের সতর্ক হওয়ার আহ্বানও জানান তিনি।
সাখাওয়াত হোসেন জানান, নির্বাচনকে কিভাবে নষ্ট করতে হয়, তার ওপর পিএইচডি করতে হলে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। বিগত ৩টি নির্বাচন স্টাডি করলেই হবে।
তিনি আরও জানান, দেশের মধ্য কিছু কিছু সেক্টরে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে আরএমজি সেক্টরে বেশি হচ্ছে। এই অস্থিরতা শ্রমিকরা নিজেরা করছে না। পতিত সরকার ও তাদের বন্ধু রাষ্ট্র সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে।
এ সময় যারা এমন কাজে ইন্ধন জোগাচ্ছে ও অস্থিরতা তৈরি করছে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ারও আহ্বান জানান তিনি।