রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান বৃষ্টিপাত থেম থেমে আরও ১০ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (২ আগস্ট) সকালে আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর চাপে সমুদ্রে সঞ্চালনশিল মেঘমালার কারণে এই বৃষ্টিপাতের সৃষ্টি হয়েছে।
সকাল পর্যন্ত রাজধানীতে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া নোয়াখালীতে সর্বোচ্চ ২৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অতিভারি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কয়েকদিনের টানা বর্ষণে রাজধানীর কোথাও জলাবদ্ধতার সৃষ্টি না হলেও রয়েছে ভোগান্তি।
বৃষ্টিপাত আরও ১০ দিন থেমে থেমে অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক জানান, বৃষ্টিপাতের কারণে উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত বৃষ্টির আধিক্য কম থাকলেও আবারও বাড়বে।
তিনি আরও জানান, জলীয়বাষ্প ও মৌসুমি লঘুচাপের অশঙ্কা থাকলেও নিম্নচাপ নাও হতে পারে। তবে উত্তর পূর্বাঞ্চলে জলাবদ্ধতা হতে পারে।
রাজধানীতে জলাবদ্ধতার জন্য বৃষ্টিপাত নয়, ড্রেনেজ ব্যবস্থাই দায়ী বলে অভিযোগ করেছেন আবুল কালাম।