মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন তুষার ঝড় আঘাত হেনেছে। আবহাওয়াবিদরা এ বিষয়ে দেশটির সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করে সতর্কবার্তা দিয়েছেন।
সতর্কবার্তায় তারা বলেছেন দেশটির পূর্বাঞ্চলে ৬ কোটিরও বেশি মানুষ তুষারঝড়ের মুখোমুখি হবে এবং কিছু এলাকায় এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে।
রোববার (৫ জানুয়ারি) দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা কেন্দ্র সমভূমি থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত রাজ্যগুলোতে বরফ, তুষারপাত এবং ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে।
এছাড়া কেনটাকি, মিসৌরি এবং ভার্জিনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার আমেরিকার পূর্বাঞ্চলীয় অর্ধেক অঞ্চল আর্কটিক বায়ুর গভীর বরফে ডুবে যাবে, যার ফলে ভ্রমণে তীব্র ব্যাঘাত ঘটবে। এ বিপজ্জনক ঝড়ের কারণে ৬ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
অপরদিকে, পশ্চিম কানসাস থেকে মেরিল্যান্ড, ডেলাওয়্যার এবং ভার্জিনিয়া উপকূলীয় রাজ্যগুলোতে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।