কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নগরীর চকবাজার দেবপাহাড় এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা।
তিনি বলেন, কাবেরীর বিরুদ্ধে কক্সবাজার থানায় মামলা আছে। কক্সবাজার জেলা পুলিশের অনুরোধে চট্টগ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর কাবেরীকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিম কর্মকর্তা শাকিলা।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাবেরী কক্সবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুল সরোয়ার কমলের বোন।