চট্টগ্রাম মহানগরী থেকে ১৪টি স্বর্ণের বারসহ উত্তম সেন (৩৫) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডের নতুন রেলস্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় যাবার উদ্দেশে রেলস্টেশনে যাচ্ছিলেন উত্তম। স্টেশনে প্রবেশের সময় গতিবিধি সন্দেহজনক দেখে উত্তমকে আটক করে তল্লাশি করে পুলিশ। তার কোমরের বেল্টের নিচে এবং পকেটের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। জব্দ এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকা।
ওসি বলেন, ‘উত্তম জানিয়েছেন, স্বর্ণের বারগুলো হাজারি গলির বাণিজ্য নিকেতনের এসএন শিল্পালয় নামে একটি গহনা তৈরির কারখানার মালিক সনজিৎ ধরের। সনজিৎই উত্তমকে দিয়ে বারগুলো ঢাকায় পাঠাচ্ছিলেন। সেগুলো দেশের বাইরে পাচার করে দেওয়া হতো বলে আমাদের ধারণা।’
ডেস্ক নিউজ/বিজয় টিভি