দেশের সব স্থলবন্দর দিয়ে বস্ত্র ও পোশাক খাতের কাঁচামাল আমদানি এবং আংশিক শিপমেন্টের সুবিধা চেয়েছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
সম্প্রতি, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন। চিঠিতে, বেনাপোলসহ ভোমরা ও সোনামসজিদ দিয়ে বন্ড সুবিধার আওতায় পোশাক ও বস্ত্র খাতের কাঁচামাল সুতা, তুলা, কাপড়সহ অন্যান্য সরঞ্জাম আমদানির সুযোগ চাওয়া হয়েছে।
এ ছাড়া স্থলবন্দরে পণ্যজট ঠেকাতে পণ্য সংরক্ষণে গুদামের সক্ষমতা ও প্রয়োজনীয় লোকবল বৃদ্ধিরও সুপারিশ করা হয়েছে।