দেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান খেলার পাশাপাশি এবার শুরু করেছেন স্বর্ণের ব্যবসা।
বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি জানান, বৈধভাবে স্বর্ণবার ও স্বর্ণালংকার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে খাঁটি স্বর্ণ আমদানি করা হবে। একইসাথে আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারবেন ক্রেতারা।
সোমবার (২৩ আগস্ট) নতুন এই ব্যবসার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন সাকিব।
বিজ্ঞাপনে তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালংকার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।’
বিজ্ঞাপনে সাকিব আরও উল্লেখ করেন, স্বর্ণ আমদানি হালাল, স্বর্ণে বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমেই নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন। ক্রেতাদের স্বর্ণ নীতিমালা অনুযায়ী চাহিদাপত্র পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।