চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায় করতে বুথ স্থাপন করছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
চট্টগ্রামের ১৫টি মার্কেট ছাড়াও ৮টি বিভাগের অধীনে পটিয়া, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায়ও এসব বুথ স্থাপন করা হবে। মার্কেটগুলোর দায়িত্বপ্রাপ্ত ভ্যাট কর্মকর্তা এবং দোকান মালিক সমিতির প্রতিনিধির সমন্বয়ে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সকল ধরনের সেবা দেয়া হবে এ বুথের মাধ্যমে।
এরই মধ্যে ব্যবসায়ীদের ভ্যাটদানে উৎসাহিত করতে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন জানান, প্রতিটি মার্কেটের ব্যবসায়ীরা যাতে ওই বুথে এসে রিটার্ন সাবমিট করতে পারে সে উদ্দেশ্যে এ বুথ বসানো হচ্ছে।