করোনা সংকটের মধ্যেও দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বাস্তবায়নের গতি বৃদ্ধি পেয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে জানানো হয় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৩ দশমিক ৫২ শতাংশ। যা টাকার অঙ্কে প্রায় ৮ হাজার ৩৩৮ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে শুধু আগস্টেই বাস্তবায়ন হয়েছে ২ দশমিক ৩৮ শতাংশ। যা টাকার অঙ্কে ৫ হাজার ৬৪৫ কোটি ৬৬ লাখ টাকা।
এদিকে, গত অর্থবছরে আগস্টে এডিপি বাস্তবায়ন হয়েছিল ২ দশমিক ৩৮ শতাংশ। যা টাকার অঙ্কে ৫ হাজার ৯৭ কোটি ৭৯ লাখ টাকা। ফলে গত অর্থবছরের আগস্টের তুলনায় চলতি অর্থবছরে টাকার অঙ্কে এডিপি বাস্তবায়ন বৃদ্ধি পেয়েছে।