এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম আরও ৬৫ টাকা বৃদ্ধি করার সুপারিশ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। সে হিসেবে প্রতি ১২ কেজি এলপিজির দাম পড়বে এক হাজার ৯৭ টাকা ৭৬ পয়সা।
সোমবার, রাজধানীর ইস্কাটনে, বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে এলপিজির দাম নির্ধারণে গণশুনানি হয়। সকাল ১১টায় শুরু হয়ে যা চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এদিকে, শুনানি অনুষ্ঠিত হলেও দাম নির্ধারণ করেনি বিইআরসি।
আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আরও মতামত ভিত্তিতে পরবর্তীতে দামের বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানায় কমিশন। চলতি বছর ১২ জানুয়ারি, এলপিজির দাম নির্ধারণে প্রথম দফা শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানির পর এপ্রিল মাসে প্রথমবার এলপিজির দাম নির্ধারণ করে কমিশন।