পিরোজপুরের বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ।
রোগ বালাই ও উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় এ ফলচাষে বাড়ছে আগ্রহ। বাজারে বড় সাইজ ড্রাগন ফল ৫০০ টাকা থেকে ৬০০ টাকা এবং ছোট সাইজ ৩০০ টাকা থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাণিজ্যিক উদ্যোগ ছাড়াও আঙ্গিনায় ও ছাদ বাগানে চাষ হচ্ছে পুষ্টিগুন সমৃদ্ধ ড্রাগন ফলের।
তবে, বাগানিরা বলেন, সরকার যদি সহজভাবে ঋণের ব্যবস্থা করে তাহলে এ অঞ্চলে ড্রাগন চাষে আরো উদ্যোক্তা তৈরি হবে। এদিকে, কৃষি অফিস বলছে, পিরোজপুরের মাটি বারি-১ জাতের ড্রাগন চাষের উপযোগী হওয়ায় নতুন উদ্যোক্তা তৈরি করতে চেষ্টা করছেন তারা।