পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ ৬ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার আমদানি-রপ্তানির প্রথম দিন উভয় দেশের কাষ্টমস্ কর্মকর্তাগণ মিষ্টি বিতরণের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করে।
দিনাজপুর হিলি স্থলবন্দর পুলিশের কর্মকর্তা পরিদর্শক বদিউজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১মে থেকে ৬ মে পর্যন্ত পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে ৬ দিন হিলি স্থলবন্দরে উভয় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
শনিবার সকাল ৯টায় হিলি স্থলবন্দর কাস্টমসের উপ-পরিচালক রেজাউল করিম এবং ভারত হিলি কাস্টমসের কর্মকর্তা জিতেন্দ্র ভট্টাচার্য্য মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
হিলি পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ সাংবাদিকদের জানান, পবিত্র ঈদুল ফিতর, মে দিবস ও সাপ্তাহিক ছুটিসহ ৬ দিন বন্ধের পর আজ সকাল ৯ টায় ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। বন্দরে ভারতীয় পণ্যবাহী গাড়িগুলো প্রবেশ করছে। গাড়িগুলো আনলোড করে দেশি গাড়িতে লোড করে দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। (সুত্র: বাসস)