পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কিংবা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে, সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করবে এফবিসিসিআই।
গতকাল রাজধানীর মোহাম্মদপুর টাউনহল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
এসময়, তিনি সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার কমিটিকে বিশেষভাবে তদারকির নির্দেশনা দেন। পাশাপাশি কোরবানি ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান এফবিসিসিআই’র এই সিনিয়র সহ-সভাপতি।