তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণে গণশুনানির তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আগামী ১৪, ১৫ ও ১৭ জানুয়ারি এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
এলপিজির দাম নির্ধারণে ব্যবসায়ীদের চিঠিও দিয়েছে কমিশন। আগামী সাতদিনের মধ্যে এ প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
এদিকে, বিইআরসির এ উদ্যোগকে স্বাগত জানালেও বাজার উপযোগী দাম নির্ধারণের অনুরোধ জানিয়েছেন খাতটির ব্যবসায়ীরা।
তারা বলছেন, এলপিজির দাম নির্ধারণে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তাতে দ্বিমত নেই। তবে, এ খাতে বেসরকারি কোম্পানিগুলোর এবং ভোক্তাদের স্বার্থ যাতে রক্ষা হয়, সে বিষয়গুলো আমলে নিয়ে বিইআরসিকে কাজ করতে হবে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি