যেসব খাতে উৎসে কর কর্তন করা হয়, সেখানে আগামী বাজেটে বিদ্যমান কর হার কমতে পারে বলে জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আলমগীর হোসেন।
শনিবার (১৯ ডিসেম্বর) আয়কর বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, উৎসে কর হার কমানোর চিন্তা চলছে। আগামী বাজেটে হয়তো এমন ঘোষণা আসতে পারে। এর পাশাপাশি কর ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার অংশ হিসেবে অনলাইনে কর প্রদানের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
এ লক্ষ্যে, আগামী বছর কতিপয় শ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার চিন্তাভাবনা রয়েছে।