ঝালকাঠি সদর উপজেলার ৩৬ গ্রামে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন নারীরা। এর মধ্যে সদর উপজেলার উত্তরের ৪টি ইউনিয়নের ১৫টি গ্রাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চারটি ইউনিয়নে ১২ মাসই সবজির চাষ হয়। এবং এখানে শুধুমাত্র নারীরাই মাঠে চাষবাস করেন। তবে, পুরুষরা তাদের সাথে সহায়তা করে থাকেন। কৃষি বিভাগ জানিয়েছে, নারীদের সবজি চাষে উৎসাহ দেয়ার জন্য তারা সবসময়ই কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।
ঝালকাঠি সদর উপজেলার ৩৬টি গ্রামে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন নারীরা। তবে, ৩৬টি গ্রামেই নারীরা সবজি চাষে জড়িত থাকলেও বিনয়কাঠি, নবগ্রাম, কৃত্তিপাশা ও গাভারামচন্দ্রপুর ইউনিয়নে শুধুমাত্র নারীরাই কাজ করেন সবজি ক্ষেতে। পুরুষরা তাদের সহয়তা করে থাকেন।
বর্তমানে সবজি ক্ষেতগুলো ভরে উঠেছে শীতকালীন নানা ধরণের শাক-সবজিতে। সদর উপজেলায় বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা ও বহরমপুর গ্রামে চাষ হয় কীটনাশকমুক্ত সবজির। সদরের প্রায় ৫ হাজার পরিবার এসব সবজি বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছেন।
এদিকে, এ কৃষি কর্মকর্তা জানালেন, নারীদের সবজি চাষে উৎসাহ দেয়ার জন্য তারা সবসময়ই তাদের কারিগরি সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।
জেলার ৩৬টি গ্রামের প্রায় ৪ হাজার নারী সবজি চাষে সফল হয়েছেন। কৃষি বিভাগের তথ্যমতে, সদর উপজেলায় রবি মৌসুমে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে এবং গ্রীষ্মকালীন সময় ১ হাজার ২০০ হেক্টর জমিতে নানা ধরণের সবজি চাষ হয়ে থাকে।