প্রবাসী ও বিদেশিদের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোড শো। ৪ দিনব্যাপী এ রোড শো’র আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
এ বিষয়ে বিএসইসির এক মুখপাত্র জানান, আগামী ৯ ফেব্রুয়ারি এ রোড শো শুরু হবে, যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
৪ দিনব্যাপী রোড শোতে প্রবাসী, বিদেশি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ছোট দলের সঙ্গে সম্মেলন করবে কমিশন। এতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ-সুবিধার সহজলভ্যতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।