করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনেতিক ক্ষতি মোকাবিলায় রপ্তানিমুখী শিল্পখাতের ঋণ পরিশোধের সময় সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে।
এ বিষয়ে শিগগিরই একটি সার্কুলার জারি করা হবে। এতে, ঋণ পরিশোধে এক বছরের গ্রেস পিরিয়ডসহ আড়াই বছর সময় পাবেন শিল্প মালিকরা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন ভাতা দিতে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। এ ঋণ পরিশোধের সময় বাড়াতে অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।