তরুণ উদ্যোক্তাদের ঋণ দিতে ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার তহবিল গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে স্বল্প সুদে জামানতবিহীন ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা।
গ্রাহক পর্যায়ে এই তহবিলের সুদের হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ। একজন গ্রাহক সর্বোচ্চ এক কোটি টাকার ঋণ পাবেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠনের অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার তহবিল গঠন ছাড়াও অন্য সব বাণিজ্যিক ব্যাংক মিলে আরও ৫০০ কোটি টাকার তহবিল গঠন করবে। এ তহবিলের মেয়াদ হবে পাঁচ বছর, যা আবর্তনযোগ্য।