বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল থেকেই এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল থেকে পুনরায় এ কার্যক্রম শুরু হবে।
এদিকে, হিলি স্থলবন্দর দিয়েও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পাশাপাশি বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোডও বন্ধ রয়েছে। তবে, বৃহস্পতিবার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
অন্যদিকে, বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।