সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরিত চামড়া শিল্প প্রতিষ্ঠানের বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনর্গঠন ও পুনঃতফসিলের আবেদনের সময়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি, এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। কোভিড-১৯ এর বিরূপ প্রভাব ও কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ সুবিধার্থে এ সুবিধা দেয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ডাউন পেমেন্ট দিয়ে এ বিশেষ সুবিধা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো।
এর আগে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আবেদন জমা দেয়ার সময় নির্ধারিত ছিল। পরে সেটি বাড়িয়ে ৩০ জুন করা হয়। তবে, নতুন নির্দেশনায় এ সময় আরও তিন মাস বাড়ানো হলো।