লাইসেন্স নবায়ন করতে শিপিং এজেন্টগুলোকে পাঠানো নোটিশের সাড়া না পাওয়ায় ১২৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।
কাস্টমসের তালিকায় থাকা ১৩২টি শিপিং এজেন্সির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বৈধতা না থাকায় চলতি জুন মাসের শুরুতে এইসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, লাইসেন্স নবায়ন না করার ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে নোটিশ প্রদানের মধ্য দিয়ে পর্যাপ্ত সুযোগ দেয়া হয়েছে। তারপর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে যাদেরটা অসংগতিপূর্ণ মনে হয়েছে, লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, কেবল সেগুলাই বাতিল করা হয়েছে।