করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি যখন থমকে গেছে তখন প্রবাসী আয়ে তাতে প্রাণ ফিরেছে। সদ্যবিদায়ী অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা টাকার হিসাবে দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকার বেশি।
গত ২০১৯-২০ অর্থবছরে এই সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন এক হাজার ৮২০ কোটি পাঁচ লাখ মার্কিন ডলার। শতাংশ হিসেবে ২০২০-২১ অর্থবছরে ৩৬ দশমিক ১০ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে। অর্থবছরের হিসাবে একসঙ্গে এত পরিমাণ রেমিট্যান্স এর আগে দেশে আসেনি।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ প্রায় চার হাজার ৬৪২ কোটি ডলার। যা টাকার হিসাবে তিন লাখ ৯৪ হাজার ৫০০ কোটি টাকা।