মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকে ক্যান্সার শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়ার পর সবগুলো ক্যান্সার আক্রান্ত কোষ সফলভাবে অপসারণ করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে (৩ মার্চ) হোয়াইট হাউজ এই তথ্য জানায়।
৮০ বছর বয়সী বাইডেনের গত বছরের রুটিনমাফিক স্বাস্থ্য পরীক্ষায় বুকের ত্বকে ধরা পড়ে ক্যান্সার কোষ। এবছর ফেব্রুয়ারি মাসে তার বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষার সময় অপসারণ করা হয় ধরা পড়া ক্যান্সার কোষ। ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো সরানো হয়েছে। এরপর চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে ।
হোয়াইট হাউজের ডাক্তার ও’কোনোর দীর্ঘদিন ধরে বাইডেনের চিকিৎসকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘সব ক্যান্সার টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে। এই মুহূর্তে আর কোনও চিকিৎসার প্রয়োজন নেই তার।’
তিনি আরও বলেছেন, ‘প্রেসিডেন্টের ত্বকে ধরা পড়া ক্যান্সার কোষকে বলা হয় বেসাল সেল সার্সিনোমা। এধরনের কোষের বৃদ্ধি খুবই মন্থর, শরীরে ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে না।’
বাইডেনের চিকিৎসক ও’কোনোর বলেন, ‘যৌবনকালে অনেকটা সময় রোদে কাটিয়েছেন বাইডেন। এর আগেও নিয়মিত ত্বক ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন তিনি। পুরোপুরি ক্যান্সার কোষ অপসারণ করা হলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে তাকে।’
উল্লেখ্য, বাইডেন পরিবারের ক্যান্সারের ইতিহাস দীর্ঘদিনের। এর আগে ২০১৫ সালে জো বাইডেনের বড় ছেলে মস্তিষ্ক ক্যান্সারে মৃত্যু বরণ করেন।
এ যাবৎ কালের সব চেয়ে প্রবীণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বীতা করবেন বয়োজ্যেষ্ঠ এই প্রেসিডেন্ট। তার স্ত্রী জিল বাইডেন তার এই পরিকল্পনার কথা জানান। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা করেননি বাইডেন।