মার্কিনিরা ইয়েমেনে হামলা চালালে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রণতরী হুতিদের হামলার লক্ষ্যবস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দেল মালেক আল হুতি।
হামলা ঠেকাতে অঞ্চলটিতে ওয়াশিংটনের নেতৃত্বে জোট গঠনের প্রতিক্রিয়ার মধ্যেই এমন হুঁশিয়ারি দিলো হুতি।
এক বিবৃতিতে আব্দেল মালেক আল হুতি বলেন, এখন পর্যন্ত ইসরায়েলিদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি জাহাজকে সুরক্ষা দিতে আমেরিকানরা নতুন পদক্ষেপ নিয়েছে। শুধু তাই নয়, অন্যদেরও ইসরায়েলি জাহাজ রক্ষার কাজে সম্পৃক্ত করতে চাচ্ছে।
বিবিৃতিতে তিনি কোনো আমেরিকান যদি ইয়েমেনে হামলা চালায়, তাহলে হুতিও তাদের যুদ্ধজাহাজকে মিসাইল-ড্রোনের টার্গেট করবে বলে হঁশিয়ারি দেন।