থাইল্যান্ডে একটি ছোট যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ব্যাংককের প্রধান বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজটিতে থাকা ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমানবন্দর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে চাচোয়েংসাও প্রদেশের একটি ম্যানগ্রোভ জলাভূমির ওপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকারীরা সেখানে গিয়ে জীবীত কাউকে খুঁজে পায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উড়োজাহাজটিতে সাতজন যাত্রী ও দুইজন পাইলট ছিলেন।
থাই প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র বলেছেন, প্রায় এক ঘন্টা অনুসন্ধানের পর উদ্ধারকারীরা জলাশয়ের ভেতরে ছিন্নভিন্ন অবস্থায় কয়েকজন যাত্রীকে পেয়েছে। যাত্রীদের মধ্যে হয়কংকের পাঁচ পর্যটক, দুজন থাই নারী ক্রু, একজন পাইলট ও একজন সহ–পাইলট ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।
থাইল্যান্ডের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা ৪৬ মিনিটে থাই ফ্লাইং সার্ভিস পরিচালিত সেসনা ক্যারাভান সি–২০৮–বি উড়োজাহাজটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর ছেড়ে যায়। এর ১১ মিনিট পর উড়োজাহাজটির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এয়ার ট্রাফিক কন্ট্রোল। ওই সময় বিমানটি বিমানবন্দর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে ছিল।