নেপালের তানাহুন জেলায় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৪ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) বাসটি কাঠমাণ্ডুর পথে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
কাসকি জেলার পুলিশ প্রধান মোহন থাপা জানিয়েছেন, মর্স্যাংদি নদী থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এখনও অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে নেপালের সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।
কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সমন্বয়ে উদ্ধারকারী দল নিয়ে একটি সামরিক হেলিকপ্টার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পুলিশ জানিয়েছে, হোটেল রেকর্ড থেকে পাওয়া নামগুলো যাচাই করে তারা নিহতদের পরিচয় নিশ্চিত করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পোখরা থেকে আসা বাসটি আবু খাইরানি এলাকার কাছে মর্স্যাংদি নদীতে পড়ে যায়, তবে বাসটি পুরোপুরি ডুবে যায়নি।
নাম্বার প্লেটের মাধ্যমে জানা গেছে, বাসটি উত্তর প্রদেশের নিবন্ধিত এবং এতে ৪১ জন যাত্রী ছিলেন। বাসটি বুধবার পোখরায় পৌঁছেছিল এবং শুক্রবার সকালে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেয়।
উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার নবীন কুমার জি এস জানিয়েছেন, দুর্ঘটনায় ওই রাজ্যের কেউ জড়িত আছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা চলছে। মহারাজগঞ্জের উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট নেপালে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উদ্ধার অভিযানের সমন্বয় করবেন।