ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে ‘গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল’ এমন প্রমাণ উঠে আসার পর তিনি একথা বলেছেন। পাশাপাশি ইসরায়েলকে সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বানও জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
গাজায় ইসরায়েলের হামলা গণহত্যার শামিল মন্তব্য করে, ফিলিস্তিনি জনগণের হত্যাকাণ্ডে ওয়াশিংটনের জড়িত থাকার অবসান ঘটানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন সিনেটর বার্নি স্যান্ডার্স।
স্যান্ডার্স বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্যেই গাজাকে ধ্বংস করার আহ্বান, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে ফেলার হুমকি এবং ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ এই সত্যকে প্রমাণ করছে। ইসরায়েলের হামলার উদ্দেশ্য স্পষ্ট। তাই সিদ্ধান্তও অনিবার্য, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।
ডেমোক্র্যাট শিবিরের প্রভাবশালী এই নেতা ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থীই প্রথম মার্কিন সিনেটর যিনি ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা বললেন। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের কয়েকজন সদস্য আগেই একই দাবি তুলেছিলেন।
জাতিসংঘের গণহত্যার সংজ্ঞায় বলা হয়েছে, “কোনও জাতিগত, বর্ণ, ধর্মীয় বা জাতীয় গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংসের উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ড”। অর্থাৎ, শুধু যুদ্ধের আইন ভঙ্গ নয়, বরং ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে, যা আন্তর্জাতিক আইনের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটি।
স্যান্ডার্সের মতোই ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন মার্কিন কংগ্রেসওম্যান বেকা বালিন্ট। ভেরমন্ট অঙ্গরাজ্যের এই ইহুদি বংশোদ্ভূত প্রতিনিধি এক নিবন্ধে লেখেন, “এই মুহূর্তে শিশু ও নবজাতকেরা অনাহারে মরছে, অথচ চরমপন্থি ইসরায়েলি সরকার ত্রাণ আটকে দিয়ে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। এটি কেবল যুদ্ধের করুণ প্রাণহানি নয়, বরং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংসের চেষ্টা।”