জি ৭ এর জুনে নির্ধারিত বৈঠক পিছিয়ে দেবেন এবং রাশিয়াসহ অন্যান্য দেশকে বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল (রোববার) এয়ার ফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, “আমি মনে করি না যে, বিশ্বে যা ঘটে চলেছে সে ক্ষেত্রে জি ৭ সঠিক প্রতিনিধিত্ব করতে পারছে।”
তিনি বলেন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভারতকে এই বিলম্বিত সম্মেলনে যোগদানের আমন্ত্রন জানাতে চাই।
ট্রাম্প বলেন, এই সম্মেলন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের আগে অথবা পরে হতে পারে। জি ৭ গ্রুপ নেতাদের মধ্যে যুক্তরাষ্ট্র এ বছর গ্রুপের সভাপতিত্ব করছে।
ওয়াশিংটনের বাইরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবকাশ যাপনের স্থান ক্যাম্প ডেভিডে গ্রুপ নেতাদের সশরীরে উপস্থিতির মাধ্যমে এই সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড ১৯ এর কারণে জুনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মেলনের সিদ্ধান্ত হয়।
ট্রাম্প সম্মেলনের এই তারিখ পিছিয়ে সেপ্টেম্বরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। জি ৭ গ্রুপের সদস্য দেশগুলো হলো, বৃটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।
নিউজ ডেস্ক/বিজয় টিভি