করোনা মারামারির কারণে এ বছর যে বিশাল জনগোষ্ঠী অতি দরিদ্র হয়ে পড়বে, আগামী বছরও সে সংখ্যা অপরিবর্তিত থাকবে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার এক ব্লগ পোস্টে এ সতর্কবার্তা দিয়েছে সংস্থা। সংস্থাটি বলছে, গত ৮০ বছরে সবচেয়ে বড় মন্দায় পড়েছে বিশ্ব। এ করোনা মহামারির কারণে চলতি বছর ৭ থেকে ১০ কোটি মানুষ চরম দরিদ্র হয়ে পড়বে।
মহামারির আগে বিশ্বব্যাংকের ‘চরম দারিদ্র’ বলতে ওই মানুষকে বলা হতো, যিনি প্রতি দিন ১ দশমিক ৯০ ডলারের (১৬১ টাকা) চেয়ে কম অর্থে জীবনযাপন করেন। এখন তা কমিয়ে আনা হচ্ছে।
তবে আগামী বছর অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা করছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, আগামী বছর বৈশ্বিক প্রবৃদ্ধির হার ৪ শতাংশ হতে পারে। তবে যেসব দেশগুলোয় দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি, তাদের প্রবৃদ্ধি জনসংখ্যার অনুপাতে অতটা বাড়বে না বলে ধারণা করা হচ্ছে।
এতে ২০২০ সালে যাঁরা চরম দরিদ্র হয়ে পড়ছেন, ২০২১ সাল পর্যন্ত তাদের অবস্থার পরিবর্তন হবে না।
নিউজ ডেস্ক/বিজয় টিভি