চীনের বেইজিংয়ে করোনাভাইরাস সংক্রমণের কারণে ‘যুদ্ধকালীন জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। সেই সঙ্গে সেখানকার পর্যটন, খেলা এবং জনসমাবেশের সব স্থান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে জেলা কর্মকর্তা চু জুনওয়েই জানান, বেইজিংয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ফেংতাই জেলার শিনফাদি পাইকারি কাঁচাবাজারে করোনার সংক্রমণ পাওয়া গেছে। ওই বাজারের ৫১৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
এ সংক্রমণকে কেন্দ্র করে চীনে দ্বিতীয়বার করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে, শনাক্ত রোগীদের কারো মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা যায়নি। তবে এ ঘটনার পরপরই ওই কাঁচাবাজারের আশপাশের ১১টি এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এলাকাগুলো ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে।
এমনকি জেলাটিতে যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি