ফের ভূমিকম্প। এবার দ্বীপ এলাকায় কেঁপে উঠেছে। সকাল ৮টা বেজে ২০ মিনিটে এই ভূমিকম্পে হয়েছে। রিখটার স্কেলে যার তীব্রতা ৭.২, এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি।
জানা গিয়েছে, পাপুয়া নিউ গিনি থেকে ১৭৪ কিলোমিটার উত্তর এবং উত্তরপূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তীব্রতা এত বেশি থাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ব্যপক তীব্রতার এই ভূমিকম্পে জারি হয়েছে সুনামি সতর্কতা। ৩০০ কিলোমিটার কোস্টাল এরিয়ার অঞ্চল থেকে অর্থাৎ পাপুয়া নিউ গিনির ওয়াও দ্বীপপুঞ্জ এলাকায় এই সম্ভাবনা সবচেয়ে বেশি বলেও জানা গিয়েছে।
এমন ভূমিকম্পে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে এমন ভূমিকম্পে ব্যপক ক্ষতি হবে বলেই মনে করা হচ্ছে। সুনামির আশঙ্কা প্রকাশের কারণে তা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলেও জানা গিয়েছে।
জানানো হয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল রয়েছে তাংশানের সেই ভূমিকম্পের আফটার শক জোনের মধ্যে। এই ভূমিকম্প একটি সাধারণ ভূমিকম্প বলে দাবি করেছে কেন্দ্র। সূত্র: কলকাতা ২৪