করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে বিশ্ব করোনা সংক্রমণের তৃতীয় আবস্থানে থাকা এশিয়ার দেশ ভারত।
জরিপসংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ২৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। আর কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৬ লাখ।
এছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ২২ হাজারের বেশি মানুষ। ভারতে গত এক সপ্তাহ ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি