মহামারি করোনার তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ৬ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আর শনাক্ত হয়েছে ২ লাখ ৭৩ হাজারের বেশি ।
এ নিয়ে বিশ্বে কোভিড-১৯ এ মোট মৃত্যু ৮ লাখ ৩৫ হাজারের কাছাকাছি এবং মোট আক্রান্ত ২ কোটি ৪৬ লাখ ছাড়িয়েছে। এ দিন সর্বোচ্চ ১১শ’র বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে, মোট প্রাণহানি দাড়াল ১ লাখ ৮৫ হাজারের মতো। আক্রান্ত প্রায় সাড়ে ৬০ লাখ।
টানা দ্বিতীয় দিনের মতো ভারতে আবারো সর্বোচ্চ ৭৬ হাজারের বেশি করোনা সংক্রমিত হয়েছে। আর দেশটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১১শ’ মানুষ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি