ভারতে শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৫৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৬০ হাজারেরও বেশি। সেখানে আরও ১ হাজার ২০৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট প্রাণহানি হয়েছে ৭৬ হাজার ২৭১ জনের, খবর এপি।
সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৯০ হাজারের অধিক মানুষ।
ভারতের ২৮ রাজ্যের মধ্যে মাত্র পাঁচটিতেই দেশের মোট রোগীর ৬০ শতাংশ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে ভারতের মহামারি আরও বিপজ্জনক ধাপে প্রবেশ করছে। ভাইরাস ছোট শহর ও গ্রামে ছড়িয়ে পড়ছে। সূত্র: ইউএনবি