ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৬৫৪ জন নতুন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের মধ্য দিয়ে দেশটিতে এ সংখ্যা ৪৬ লাখ ৫৭ হাজারের বেশি।
এছাড়া, ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৫০৬ জনে।
বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে প্রতিদিন ১০ লাখের বেশি করোনার নমুনা পরীক্ষা করা হলেও, দেশটির সীমিত ও সীমাবদ্ধ পরীক্ষার কারণে সংক্রমণের প্রকৃত চিত্র সামনে আসছে না।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটির তিন-চতুর্থাংশেরও বেশি রোগী সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি