চলতি মাসের শুরুতে কার্যকর করা অধিকৃত পশ্চিমতীরে বিতর্কিত সামাজিক নিরাপত্তা আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। রামাল্লা শহরে এ আইনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে ফিলিস্তিনি সরকারের প্রধান কার্যালয়ের বাইরে কয়েক হাজার শ্রমিক অংশ নিয়েছিলেন।
বেথেলহেমে জেরুজালেম বিদ্যালয়ের কর্মী জ্যাক সিরানি বলেন, সরকার আমাদের উদ্বেগের কথা শোনেনি।
জাতীয় সামাজিক নিরাপত্তা আন্দোলনের(এনএসএসএম) এ সদস্য বলেন, আমরা এ আইনের সংশোধন চাই। কিন্তু সরকার আমাদের কথা শুনতে অস্বীকার করেছে। এখন আমরা এই আইনের সম্পূর্ণ বাতিল চাচ্ছি।
সরকারের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি করতে অনেকেই এ আইন স্থগিত করার অনুরোধ জানিয়েছেন।
২০১৬ সালে প্রথম সামাজিক নিরাপত্তা আইনে সই করেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু কোম্পানি ও শ্রমিকদের প্রস্তুতির জন্য দুই বছর পরে সেটি বাস্তবায়ন করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি