যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির স্থানীয় সময় সকাল ৬টায় নিউইয়র্ক, ভারমন্টসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্য দিয়ে নির্বাচিত হবেন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট।
দেশটির ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন রিপাবালিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত জনমত জরিপে এগিয়ে আছেন জো বাইডেন।
এদিকে, দু’টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর একটিতে সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর অন্যটিতে বেশি ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। মার্কিন নির্বাচনে এরই মধ্যে আগাম ভোট পড়েছে প্রায় ১০ কোটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি